প্রেয়সী
।।।।।।।।।।।।


তরঙ্গে তরঙ্গে যে সন্দেশ
ভেসে ওঠে অন্তরঙ্গে।
প্রবাহে প্রবাহে যে বেদনা
জেগে আছে রক্ত প্রবাহে
নয়নে নয়নে যে জ্যোতির আলো
বিচ্ছুরিত হয় সকালে বিকালে
আশায় আশায় যে ভাষা
মিশে যায় স্বপ্নের লীলাছলে।
তাহারি লাগি মনে বেঁচে রয় ব্যাথ্যা।
শূন্য বুকের খাঁচায়
জমে রযে গেল সেই না বলা কথা।


সেই চেনা দুটি ঠোঁটে ফুটিবে কি
অনাবিল মধুর হাসি।
আকুতিতে মন, নয়নে অশ্রু প্লাবন
বাজিবে কি পারণে,পুরানো সেই বাঁশি?
যদি শোনে সে কোন দিন
ফেলে যাওয়া বাঁশির ডাক
আসবে কি ফিরে সেই চেনা পথ ধরে
সেই প্রেয়সী বেশে।