প্রেম নীরবে
//////////////////////
বাতি স্তম্ভের নিয়ন আলো গুলো
আবছা নিবুনিবু,
আলো আঁধারীর খেলায় ছায়া
হাসে মৃদুমৃদু।
চারিপাশ নিশ্চুপ,নিস্তব্ধ
আলো-ছায়া করে লুকোচুরি খেলা।
ক্লান্ত মনের পাতায় পাতায়
অবিশ্রান্ত স্মৃতি গুলো
আজ ভীষণ একেলা।


লতায় লতায় পাতায় পাতায়
তৃণের ডগায় মৃদু মন্দ বাতাস
যাচ্ছে বয়ে
বনে বনে শাখায় শাখায়  
রবি কিরণ দিচ্ছে ছড়িয়ে।
চলতে চলতে তৃণের আদর
লুটিয়ে পায়ে পায়ে


শুষ্ক পাতার মর্মর ধ্বনি
দূর হতে কানে আসে
নাম না জানা কিছু বুনো
পাখির কিচির মিচির যাচ্ছে ভেসে।


দশ ফুট বাই দশ ফুট ঘরটায়
বড় একা লাগে।
ঘরে-বাইরে
ঝড়ো হওয়ার ঝাপটা ছুঁয়ে যায়
সোহাগে সোহাগে


না মিলার-
পথ চলা দুজনের
পায়ে পায়ে সমান্তরাল ভাবে ।
গভীরের প্রেম রয়ে
গেছে মনের গভীরে ।
তুমি আমি-
কলকল বয়ে চলা নদীর দুই পাড়ে।
আশা গুলো গেছে মিশে না বলা কথায়
কলকল নদী জলে ব্যাথা
গুলো দিন আসে দিন যায়
থেকে গেলাম দুজনে দুজনের হদয় জুড়ে।