সে তো এলোনা
------------------------------------------
নিস্তব্ধ নিশুতি রাতে টুপটাপ
শিশির নিঃশব্দে ঝরে পড়ছে,
একটা একটা করে সুগন্ধী শিউলি ঝরে,
ভরে গেল গাছের তলায়।
সহচর হয়ে থাকলো
শুধু  নীরব তুলসী।


মাটির মধ্যে বাস করা কিছু
পিঁপড়ে ঘর বানানোয় ব্যস্ত,
সারা রাত ধরে টুকরো টুকরো
মাটির ডেলা সরিয়েছে
ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে।
ঝিঁঝিঁ পোকা সঙ্গ দিয়ে
গেছে গান গেয়ে গেয়ে।


নাম না জানা একটা তারা
নেমে এলো ধরার বুকে।
বোধয় কোনো আপন
জনের খোঁজে?
নিষ্পলক নেত্রে কালো মেঘের
কোলে তাকিয়ে রই!
আকাশের বুকে কোনো রং আছে
খবর পেলাম কই?


সমুদ্রের গর্জন ধেয়ে আসে,
ফিরে যায় বেলাভূমির ঊষ্ণ চুম্বনে।
বারবার ফিরে আসে কিসের তাগিদে?
সে কি ওরা দুজনেই জানে?


বুকের ভেতরটায় দুমড়ে মুচড়ে
যাওয়ার ঢেউ দিলো,
প্রহরের পর প্রহর অপেক্ষায়
অলস ভাবে কেটে গেলো,
সেকি আসে আমি যারে
ভেসেছি ভালো।


অশান্ত মনের
একটা চাপা দীর্ঘশ্বাস
মিশে গেল পার্থিব বায়ু বলয়ে
বালিশে মুখ ঢেকে ।