শেষ চুম্বন
******
অতল তলের অন্ধকারে
যে বীজ বপন করেছিলে অনন্ত আদরে
দিব নিশি অষ্টপ্রহর
তুমি পোষণ করেছিলে
হোক মহীরুহ নানা কৌশল ইচ্ছায়।
সে এখন মাথা তুলে মহীরুহ
পুষ্পরেণু বমনের অপেক্ষায়
যে বীজ তুমি বুনে ছিলে
চন্দন ভেবে ভূমি খনন করে
সে  এখন  কোবরা লিলি
মাথা তুলে ভূমি ভেদ করে
সমর সম্মুখে দাঁড়িয়ে সে তোমার অভেদাত্মা
অন্তরে অন্তরে লালিত পালিত
মনস্কামের হবে কি ক্ষমা?


মন্থনের অমৃত নয়
তোমার লালিত্যে হলাহল দিচ্ছে ঢেলে
অশ্রু ফেলে লাভ নাই
দেখো জ্ঞানচক্ষু মেলে।
তোমার সাধের কিশলয়
মাথা তুলে মহীরুহ এখন
মুখে জিভে ঠোঁটে কণ্ঠে ও বুকে
শুধু বিষে ভরা বিষাক্ত বিষে
গ্রাস করছে তোমার অদৃষ্টকে
স্তব্ধ করেছে প্রতিবাদের গণকণ্ঠ
সমগ্র জীবকুল আজ শ্মশানে শায়িত
কোথাও নেই প্রাণ বিন্দুর অংশ বা অবশিষ্ট
ঘরে বাইরে দুয়ারে
তোমার মহলের শিখরে
সর্বত্র হলাহলের নীল সাগর
আজ আর কেউ নেই নরশ্রেষ্ঠ
যে পান করে মুক্তি দেবে
হবে নীলকন্ঠ
যদি চাও মহীরুহের হোক লয়
হোক চিরতরে পতন
তোমার সৃষ্ট অমৃত পেয়ালায়
তবে তুমিই দাও শেষ বারের মতো শেষ চুম্বন।


****
কোবরা লিলি > একধরনের মাংসাশী উদ্ভিদ