শেষবার তবু একবার
************
কেন জানিনা
আজ তোমাকে ভীষণ মনে পড়ছে
কেন জানিনা তোমার ছোট ছোট
রাগ অনুরাগ গুলো মনে নাড়া দেয়
কেন জানিনা তোমার অভিমান
এখনো মনকে সিক্ত করে যায়
কেন জানিনা
নীল আসমানী ভিজে শাড়িতে
সেই মন্মোহিনী রূপ চোখে ভাসে
কেন জানিনা
তোমার সেই অগোছালো
আবেগি প্রেম পত্র গুলো বারবার পড়ি
কেন জানি না
চোখ ভিজে যায়
আর ভিজে যাওয়া নয়ন তারায় তোমাকেই আঁকি


জানো পলি সেই ছাতিম গাছটা আজও আছে
আর আমিও
আচ্ছা পলি
তোমার ও কি মন কেমন করে
তোমারও কি নয়ন ভিজে যায়
যদি মন কেমন করে নয়ন ভিজে
তবে একবার এসো
শেষবার তবু একবার


কথা গুলো ছাতিমের তলায়
একটা ফলকে লেখা
যেখানে নতুন প্রজন্ম আবেগে প্রেমে ভেসে যায়