শালুক কথা
///////////////


তোমার হাত ধরে
সবুজ ঘাসের সাথে
ছলাৎ ছলাৎ নেচে উঠতো মন
মনের কানায় কানায় শিহরণ যতো
বর্ষার টলটলে জলে
দুজনার অন্তর মিশে এক হতো
পাড়ে দাঁড়িয়ে নয়নে নয়ন রেখে
ভেসে যাওয়া প্রেমের বাতাসে
সে পাগলামি আজও প্রতীক্ষায় আছে


ভর ভর জলে দীঘি যেতে ঢলে
শালুকের মালা দিতে আমার গলে
হাত দুটো ধরে বলতে আপন করে
তোমায় ঘরণী করে নিয়ে যাবো ঘরে।
সাক্ষী শুধু ওই নির্বাক দীঘি।


দীঘি আর শালুক স্মরণ করিয়ে দেয়
তুমি স্মৃতিতে আছো থাকবে চিরদিন
সেই সব প্রেমকথা বাস্তবে হলোনা রঙিন।
অপেক্ষা শুধু অন্তহীন।