শকুন বলছে
///////////////////


যন্ত্রনা ক্লিস্ট শবদেহ
উন্মুক্ত আকাশের নিচে
উন্মুক্ত হয়ে পড়ে আছে।
সভ্য সভ্যাতার লালসার লালা
অষ্ঠে পিষ্ঠে জড়িয়ে আছে।


অসহায় ধরিত্রী?
দ্বিধা বিভক্ত ধরিত্রী?
শোকে মুহ্যমান ?
কোন কিছুই নয়।
তারিয়ে তারিয়ে উপভোগ করছে বসুধা।
বাহবা দিচ্ছে করতালি দিয়ে।
মজার নেশায় উন্মত্ত ধরিত্রী,
মাদলের তালে তালে অবগাহন করছে।


শকুন গুলো দূরে দাঁড়িয়ে হা করে,
ওরাও আজ ছিঁড়ে খেতে চায় না।
যন্ত্রনা ক্লিস্ট লাশ দেখে
বিবেক জাগ্রত ওদের।
বলছে-
আজ আমাদেরও লজ্জা পাচ্ছে।