শব ব্যবচ্ছেদ
////////////////
নীল আকাশের ভিতরে থেকে
ছোঁ মেরে বেরিয়ে আসে
গন্তব্য হীন কত গুলো কালো মেঘের টুকরো।
বৃত্ত কেটে ঘুরে বেড়ায় তীক্ষ্ণ চোখি বাজ
ছায়াগুলো ধরা দিয়েও অধরা।
যদি জুটে এই বায়ু সমুদ্রে পরশ পাথর
শুধু সেতু বন্ধনের উদ্দেশ্যে কিছুটা সময় ব্যয় করা।


দৃশ্য গুলো যতটা উপরে
ঠিক ততটাও নিচে
শুধু মাঝখানে শব ব্যবচ্ছেদের মতো ঝুলে আছি।