তমালি
//////////////////


সুমধুর একটা গান ভেসে আসছে বাতাসে,
হয়তো অনেক দূর হতে
কানে এলো তাই কেঁপে কেঁপে।
বাতাসও গতি বাড়িয়ে শত্রু হয়ে দাঁড়ালো,
যদিও বা কানে আসছিল অচিরেই তা মিলিয়ে গেল।
গানটা খুব চেনা তার থেকেও কণ্ঠটা খুব চেনা,
গলার ভাঁজে ভাঁজের ভালোমন্দ সব জানা।


বয়সের ভারে সব কিছু অচেনা
পথও লাগে যেন আজ গিরিপথ।
গানের খোঁজে পায়ে পায়ে
পেরিয়ে এলাম আঁকা বাঁকা পথ।
গানটা এখনো আসছে কানে
বাতাসের শত্রুতা ভুলে,
অনেক খোঁজা খুঁজি করে
পৌঁছে গেলাম গানের উৎস মূলে।


পোড়া বাড়ির ভিতরে গেলাম মাথা ঝুঁকে,
দেখি আজকের এক নবযুবক
একাত্ম হয়ে আছে সুরের কম্পাঙ্কে।
কাছে গিয়ে সুধাই তারে
কার গান বলবে মোরে,
অবাক হয়ে তাকিয়ে দেখে
এই সাদা খোঁচা খোঁচা দাঁড়ি ভরা মুখে,


চুপ থেকে কিছু সময় বলে কাছে এসে,
সত্তর দশকের গান এটা গায়িকার নাম
লেখা কলের গানের উল্টো পিঠে,
কিছুক্ষন তাকিয়ে থেকে উল্টে
দেখি গানের  চাকা,
জ্বলজ্বল করছে যে নামটা লেখা।
এই জামানায় আজও উড়ছে
তোমার গানের বিজয় পতাকা।


মৌনো মনে মাথা ঝুঁকে
চিন্তা করি স্মৃতির সুখে।
মোর প্রেয়সী আজও বেঁচে
ঘরে ঘরে অমর গানে।
অশ্রুধারা ঝরছে পড়ে নিঃশব্দে দু গাল বেয়ে।
তমালি তুমি আজও বেঁচে আছো
হৃদয় জয়ী গান গেয়ে।