তারা -তারা
#######
তারা আছে  তাদের মতো
নীল আকাশের নিচে,
তারা থাকে পরীদের মতো
মনের সুখে দিনেরাতে।
তারা দেখে দেখে তাদের
রাত যেত কেটে,
তারারা ছিল তারার দেশে
নীল আকাশের গায়ে,
শালিকের দল ভেসে যেত
রামধনুর গান গেয়ে।


পাতার ফাঁকে তারার আলো
পড়তো তাদের মুখে
তারার ভেলায় তারা থাকতো
তাদের মতো  সুখে ।
তারা ছিলো নিজের মতো
শহর থেকে দূরে,
তারা শুধু সময় কাটাতো
ঘর বাঁধার সুরে।


তারা  ভেসে যেত আবেগে
তারার ঘন আলোয়,
তারা হেসে মিটিমিটি স্বপ্ন
সাজিয়ে দিয়ে গেল ।
তারা শুধু  দুজনে দুজনের
স্বপ্ন বুনতে বিভোর,
তারা থাকতো ঘিরে ঘিরে
সাঁঝ থেকে ভোর।


তারা জেগে জেগে রাতকাটায়
স্বপ্ন সুখের নীড়ে।
তারা আছে তাদের থেকে
দূরে আকাশ জুড়ে।
তারা ভাসে পৌষ ফাগুনের
ঘ্রাণে মনের আনন্দে,
তারা থাকে শিশির ভেজা  
রাতে প্রভাত ফেরির গন্ধে।


তারায় তারায় যে কথা
হয় চোখের তারায় ।
তারায় তারায় যে কথা
জমে প্রহর যায়
সন্ধ্যাতারা,বেদনা বিদূর
শুকতারায় জল ভরে যায় ।


তোমার,আমার মনের কথা
যা হয়নি সারা
জামাট বাঁধা জলে ভোরে
দু নয়ন তারা।
দুজনার স্বপ্ন জানে শুধু
রাত জাগা তারা,