তিলি পাড়ার বাউল
#############


কপালে তিলক কেটে গেরুয়ার
সাথে দুই বাহু তুলে।
শান্তির গান গাই পথে পথে,
তারি তরে ভাই গান রচে যাই,
একতারা হাতে ।


কেউ বলে ভিখারি কেউ বা
বলে পাগল ভিক্ষা করে পথে।
তারই মাঝে-
তিলি পাড়ার বাউল বলে কিছু
সুজন লোকে।


একটি দুটি গান একতারার
ঐ তারে ,
মিলে যদি কারোর হৃদয়
বাউল গানের সুরে।
ভিখারি ভেবে ভিক্ষা দিয়ে যায় মোরে।


দূর থেকে দূরে ,ক্রোশের
পর ক্রোশ ঘুরে,
দিনে দিনে গেয়ে যাই গান
শান্তির লাগি বাউলের সুরে।


সুরের বীণায় উঠে ফুটে,
শব্দ যত আছে বুকে,
তানের টানে বলি,সবাইকে
শান্তির সুঁতোয় রেখো
একসাথে গেঁথে।


শান্তির লাগি উড়ু উড়ু
পাগল মন মোর।
ঘুরেফিরি গঞ্জের বুকে বুকে,
তিলি পাড়ার ভবঘুরে বাউল
বলে মোকে কিছু
সুজন লোকে।