ভজোহরি নয়তো কপাল চাপড়ে বলো হে আল্লা কি করি
******************************
ঝাঁ চকচকে রাজমহল
বহুমূল্য আসনে তিনি আসীন
আবোল তাবোল বলতে থাকেন
ওটা উনার পক্ষেই সমীচীন।
উচিত অনুচিতের ধার ধারেন না উনি
আজব গজব কান্ড কারখানায়
রাজ্য চালান তিনি


বাহুতুলে মাথা ঝুঁকিয়ে করছে সবাই স্যালুট
মিষ্টি মিষ্টি কথার ছ্বলে তিনি করছে সবই লুট
তুমি আমি ভজহরি
কপাল চাপড়ে হে আল্লা কি করি
মিছেই ভাবনা দিনরাত
লুটছে ওরা লুটবে ওরা
করেছে রাজ্যবাসীর সর্বনাশ।
ঘুমিয়ে আমরা সুখ পাই
মেরুদন্ড ভাঙা মোদের
দাঁড়াবার  জোর নাই
ঘুমিয়ে আছো ঘুমিয়ে থাকো
তবে মিথ্যা কেন গেল গেল শোর তোলো


পরিবর্তন শুরু হয় দুটো স্তরে
উচ্চবিত্তে আর নিম্নবিত্তে
মাঝে যারা ভগ্নাংশে বাঁচে মরে
এরা শুধু দুধে ভাতের চিন্তা করে
আর সময় সুযোগ পেলে গেলগেল
গলা ফাটায় আওয়াজ তুলে
জাগো ওঠো দাঁড়াও
মাথা তুলে মেরুদন্ড সোজা রাখো
রুখে দাও লুটের কারবারী কারবার
না হলে ভজোহরি
নয়তো
কপাল চাপড়ে বলো
হে আল্লা কি করি।