ভাষা আগামীর
##########


একবার মাটির দিকে তাকাও
একবার আকাশের
দিকে তাকাও,
কখনো বুঝেছো কি তার ভাষা?
শুনেছো কি তার ডাক?
তারা কিছু বলতে চায় ।


একবার ঠাম্মির নিকানো
উঠোনে দাঁড়িয়ে দেখো ।
একবার ফাগুনের পলাশের
দিকে তাকাও।
শিশির ভেজা দূর্বা ঘাসের ডগায়
একবার পা দিয়ে দেখো,
একবার রাতের শিশিরে ভিজে দেখো,
তারা কিছু বলতে চায়।


একবার সোনালী ধানের ক্ষেতের
দিকে তাকাও,
সবুজ মটরের ক্ষেতের
দিকে তাকাও,
একবার খোলা মাঠে দাঁড়িয়ে নয়ন
মিলে দেখো,
একবার গোধূলি ফেরৎ ধেনু দলের
দিকে তাকাও।
তারা কিছু বলতে চায়।


একবার সাগর সৈকতে
তাকিয়ে দেখো,
একবার স্রোতের প্রতিকূলে
পাড়ি দিয়ে দেখো।
উজান ভাটির টানে বৈঠা
দিয়ে দেখো,
কখনো শুনেছো কি তাদের ডাক।
তারা কিছু বলতে চায়।


অঙ্কুরিত বীজের দিকে
একবার তাকাও,
একবার তার সবুজ শৈশবের
দিকে তাকাও,
বুঝেছ কি তার ভাষা?
শুনেছো কি তার ডাক,
সে কিছু বলতে চায়
সে মহীরুহ আগামীর।