আবার যদি দেখা হয় গাজীপুরার পথে
অনেক বছর পরে—
কোনো এক হেমন্তের বুনোহাওয়ায়।
ফিরে পাবো তোমারে আমি
সেই আগের মতো চিরচেনায়‚
ফিরে পাব রূপালী আগুন ভরা রূপে।
মননজগতে আসিবে ফিরে
পৌষের বিষন্ন ঝরার দিনগুলো।
ডাকিবে পাখি বসন্তকন্ঠ ছিড়ে হায়।
কতো যে স্মৃতি গাজীপুরার কলমি‚ অশ্বত্থ‚ ধানে
রই গেছে অঙ্গন থেকে আরও দূর অঙ্গনে।
যদি আবার দেখা হয় গাজীপুরার পথে
অনেক বছর পরে—
কোনো এক হেমন্তের বুনোহাওয়ায়।
জীবনের থেকে ফুরিয়েছে
কতো দিন আর রাত
তবুও থেমে নাই জীবনের পথ চলা!
এইসব ব্যস্ততার ভীড়ে যদি হয় আবার দেখা
চলেছি একসঙ্গে— খাইয়েছি কতো কুড়িয়ে
আম জাম গাছের নীচ থেকে চুপেচাপে।
দেখা গেছে পঁচিশ বছর পরে
হয়তো বা নাই তোমার কিছু মনে!