একদিন হারিয়ে যাব তোমাদের ছেড়ে
আমি ধূসর কুয়াশায় মুছে‚
ঝরে যাবে আমার দেহখানা—
বসুমতীর বুক থেকে কোনো এক গভীর অন্ধকারে!
আসিবে সে ভয়াবহ মৃত্যুর ফেরেশতা
আমাকে অদৃশ্য করে নিতে—
এইসব ঘরবাড়ি আপন লোকালয় ছেড়ে
যেতে হবে দূর আবিষ্কারে ভেসে
সমগ্র জীবনকে দুর্বিষহ করে দিয়ে!

আজও তাঁর হৃদয় নিঙড়ানো স্মৃতিচারণ
এইখানে স্পষ্ট সবুজ গালিচার ‘পরে—
তবুও নাই সে কতকাল ধরে।
পিয়াসী চলে গেল আজ নয় কবে
আমাকে ছেড়ে অতিদূর পারি দিয়ে
সময় ফুরিয়ে এলে পরে
আমিও যাব চলে সে পিয়াসীর মতোই—
পাবে নাকো কেউ আর খুঁজে
জীবনের সব আলো শেষ হলে পর!