তোমাকে ভালোবেসে জীবনে শুধু কষ্টই পেলাম
এতো কইরা ভালোবাসলাম তোমারে
তবুও তোমারে হারাইলাম,
পৃথিবীর পারে একবার নিঃশ্বাস বের হয়
মৃত্যুর মতো ব্যথা পুষে শুধু হাঁটি।
তুমি নারী না যেন এক সমুদ্র বিষ
আমি পান করি সমস্ত শরীর নীল হয়ে যায়,
তুমি উৎসবে ভাসো আমার বেদনা নিয়ে
তারপর ছলনার গান আমার আকাশে এসে
তবুও আমার আকাশে এসে শুনাও।
ও মীম আমি যন্ত্রণায় মরে যাবো
আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না,
যেই মানুষেরে এতো ভালোবাসিয়াছি
আজ তার নীর অবহেলায়
আমার হৃদয় পুড়ে ছাই হয়ে গেছে!
দুঃখের সমুদ্রে ডুবাইও না তরী
জীবন নিষ্ফল কখনো মৃত্যু ডেকে আনে,
অতি কষ্টে মানুষ পাষাণ হয়ে যায়
পৃথিবীর থেকে ভাঙে সমস্ত আশা আকাঙ্ক্ষা
অনেক চিল মরে গেছে প্রেমের আগুনে!