আমি যাহা কই,
তাহা কী হয়?
যাহা দেখি,
তাহা কি?
আাবার শয়।
যাহা ভাবি,
তাহা কি রই?
যাহা বলি,
তাহা কী হয়?
দুঃখ ভুলে,
সুখী তো নয়।
সকাল গেলে,
বিকাল হয়।
রাত পোহালে দিন।
সুখী বলে,
দুঃখী কী হয়।
সাপকে করি,
যদি আঘাত।
খেতে তো হবে -
ব্যাতরাঘাত