বাংলাদেশে বাড়ি আমার,
বাংলাদেশে বাড়ি।
সে যে রূপবৈচিত্রের শারী,
তাহার মাঝে আছে কারী।
দেশের পরে দেশ চলেছে,
দেশের নাহি শেষ।
সে যে আমার ষড়ঋতুর দেশ,
আমার বাংলাদেশ।
ফুলে ফলে ভরে যায়,
আমার সারা বাংলাদেশ।
সে যে আমার মায়া পরীর দেশ।
আমার দেশের মাটি,
সকল দেশের খাঁটি।
সে যে রক্তে ভেজা,
আমার সোনার বাংলাদেশ।