রাত পোহাল,
          দিন হল।
সূর্য উদয়,
         দুপুর হল।
চৈত্রে কী শব্দ?
কান যে গেল -মোর।
ঝি -ঝি পোকা,
         ঝি- ঝি করে।
মনে পড়ে,
তৈল চিত্রের ভূত।


ভয় করে মোর,
ভয় করে -
চৈত্রের খা-খা দুপুর।
পিতা কয়,মাতা কয়।
যাইবা কী?
তেতুল তলা।
পুত্র কয়,
কী?
আবার মানা।


পিতা কয়,মাতা কয়।
চৈত্রে তেতুল তলা,
আইছে যে-
ভূতের ছানা।