বড় যদি হতে চাও,
নিজে নিজে হও না বড়।
আর নয় উপদেশ, নয় শুত্রু,
হব মোরা রেখ মনে ;
এই হলো মোদের পণ।
পা ফেলে চলে বলে,
ধূলি কী? না লাগে।
ধূলো বালু আছে,
তবে  আগুন নাই;
নাই কোনো তাপ।
বুঝিব কী করে?  কষ্ট।


তবে আমায় যদি কর উপহাস,
আমি হব তোমার সতেনাশ।
অভাব আছে বলে,
                অভাবী বলে।    
দুঃখ আছে বলে,
                দুঃখী বলে।  
সুখ আছে বলে,
                 সুখ বলে।    
বিপদ আসিলে করে,
হাই মাই    তাইরে।
বুঝে তখন বুঝে সে,
নয় শুত্রু  নয় উপদেশ ;
বুঝি নাই তখন।
বুঝি এখন বুঝে,  
সে ছিল মোর জীবন বন্ধু।          
  


                       ( সমাপ্ত)