নর-নারী এল  যে দিন এই ভবনে,
মায়া-মমতা ভালবাসা ;
আর কত কী হল?
নর যে দিন হবে কম,
নারী হবে নরের পাগল।
মায়া- মমতা ভালবাসা,
আর কত কী হবে?
আদরের সাথে কত নারীর ব্যবহার,
কত নারীর ভোগ ;
কত নারী সঙ্গী ছাড়।
এক নারী পাবে ভালবাসা,
কত নারী তার আশা বাঁধা।
আজ আমরা নারী হয়ে,
নরকে করি অবহেলা।
আজ আমরা নর হয়েও,
কত নারীকে করি অবমাননা।
আজ আমরা ঐক্য গরব,
যা নর-নারীর;
প্রেম হবে গৌরব হবে পবিত্র।
নর-নারী কেউ কারো,
শুধু ভোগ   করার বস্তু নয়।


               (  সমাপ্ত)