কাল কাল কাল,
সে তো বহুকাল।
বহু ত্যাগের বিনিময়ে পেয়েছি,
যে - সে স্বাধীন বাংলা।
সাতচল্লিশ এর ভাগরথী,
আটচল্লিশ এর ভাষা দাবী;
বায়ান্ন এর আন্দোলন।
চুয়ান্নর যুক্তফন্ট।


কাল কাল কাল,
সে তো বহু কাল।
ছেষট্টির ছয় দফা,
উনসত্তুরের গনঅভ্যুত্থান।
সত্তর এর নির্বাচন।
তার বিনিময়ে পেয়েছি,
একাত্তর এর স্বাধীনতা।


বীর নেতা,
বীর সৃতি।
আছে এখন,
মাটি ঘাটি।
তারই ডাকে সাড়া পেয়ে,
রুখে দাঁড়াল -
কৃষক শ্রমিক ছাত্রলীগ।
তার বিনিময়ে পেয়েছি,
বাংলার স্বাধীন নামটি।