আমি হলাম -
কৃষকের ছেলে।
ধান বুনি, গম বুনি,
নেই কোনো অনীহা।
কৃষি হলো -
মোদের পেশা।
করিসনারে-
তাইতে তোরা গৃনা।
সারাদিন ঝড় - বৃষ্টিতে,
হলাম ক্লান্ত মনা।
সোনার মাঠে,
সোনার ফসল -
ফলাইছি মোরা।
সোনার মাঠের,
সোনার ফসল -
দেইখা যা তোরা।