যে যুগে নারী ছিল বাঁধা,
সে যুগ ছিল শান্তি।
আজ নব দিন নব বর্ষ,
নব জন্ম-নব সব স্তর।    
যে যুগে নর-নারী ছিল ভেদাভেদ,
সে যুগ ছিল আলোর আশায়।
আজ নারী পথে পান্থরে,
নর নেই।
যারা পর্দায় থাকবে,
আজ তারা আধারের মত বাইরে।
তুমি আল্লাহ তুমি মালিক,
সব দেখতেছ।
তুমিই সব,
তুমিই আাধার- আলোর মালিক।
তুমি মহান তুমি সৃষ্টিকর্তা,
তুমিই আধার- আলো রিজিকদাতা।