খুনসুটির এ জীবন!
রীতেশ কর্মকার।


দুঃখ করে লাভ কি তোমার খুনসুটির এ জীবনটিতে,
দু'দিন বাদে পা বাড়াবে অজানারি বাজারটিতে।
আজ যে রাজা কাল কি হবে রাজাই বা কি ভাবেন তাহা,
জীবন মধুর জীবন সুদূর কষ্ট কিবা সুখ আহা!
আলো পাঠের শিক্ষাটি দাও আধাঁর আলোর মিশ্রপথে,
কষ্ট খানিক হতেই পারে লড়াইয়ের এ মেঠোপথে,
আজ যা তোমায় হাতছানি দেয় কালই আসে দুপুর রোদে,
নিজের নিজের কর সবাই ভেবেছ কি সঠিক বোধে?
প্রশ্ন তোমায় রোজই পোড়ায় উত্তরটি নেইতো জানা,
ক্ষনিকের এ হাট-বাজারে আলো বেচায় নেইতো মানা।