এক বিবেকহীন নদীর গল্প
রীতেশ কর্মকার।


যে নদীর জন্ম হয়েছিল মনুষ্যত্বহীন বধ্যভূমিতে।
নদীর যৌবনের গান শোনা যেত অন্তরীক্ষে।
যার ক্ষুব্ধ প্রবাহ অংকণ করত অসমাপ্ত সময়।
ঠিকানহীন নদীকে অভিবাদন জানাত পশ্চিম গোধূলি।
জাত-অজাত ধর্ম-অধর্ম সবাই ধাবিত হত নির্লোভ সলিলে।
অতঃপর নদীর বুকে চলে উত্তাল অনুকম্পন।
ভেসে চলে পাপ,শাপ,বিবেকহীনতা,
উচ্ছ্বাসিত লাল মাছ সাঁতার কাটে অববাহিকার গভীর স্রোতে পোড়ায় কপাটক।
ক্ষুদ্ধ নদী প্রত্যাখ্যান করে অসহায়  বালিয়াড়ির আত্মসমর্পণ।
দাড়াও নদী,দাড়াও,শান্ত হও,
অশুভ শ্যাওলার অনুঘটকে পঙ্কিল করোনা তোমার অনাদি পদচারনা।