অবাঞ্ছিত মিছিল
রীতেশ কর্মকার


আমার রক্তেও অভিষেক হয়েছিল কন্টকভূমি
আমি ৫২তে ছিলাম, ৭১এ সর্বস্ব খুইয়েছি বর্বর পৈশাচিকতা আজও আমার বিবেককে করে প্রশ্নবিদ্ধ।
হুজুগে ভেসে যাওয়া জিঘাংসায়  কবে হারিয়ে গেছি।
আমি  আমার চোখ  হারিয়ে  ফেলেছি, গ্রে উইচদের মত ধার করা চোখ দিয়ে দেখি।
নীল লোহিতে ভরা করটিতে এখন শুধু প্রতিহিংসার দাবানল
বিশুদ্ধ ভালবাসার বাতাসে পুরে আছে জঘন্য লোভ,
আর আমার মানুষ হবার পুরষ্কারগুলো সযত্নে তুলে রেখেছি নির্লজ্জ্ব চিলেকোঠায়,
ভালবাসার পলাশ তমাল আরো রক্তাক্ত আরো অগ্নিজ্বল গিলে খায় বাতুল সময়কে,
ইতিহাস তার অদিরুপে সাজাতে চাইছে ঘুনেধরা অস্তিত্বকে
নিষিদ্ধ বাদামি আলোয় ভরে দিয়েছে চোখের কোনের সাদা মাংস
এখানে আমার কোন স্হান নেই বিচ‍্যূত আমি,
আমার  আত্মার আহাজারিতে শিরদাঁড়ায় জ্বলে ওঠে আমার অবাঞ্ছিত হবার মিছিল
আলো এখনো জ্বলেনি সন্তপর্নে বয়ে চলে আলোহীন জোনাকিদের দলে।
নির্দোষ অভিশাপ্তরা বসে আছে গুটিমেরে, ভয়ে
আলো জ্বালে পুড়ে যায় সবুজ ঘাস মোঠোপথ উলঙ্গ বিবেক
নিশাচর বেদুইনদের মত লক্ষ্যহীন বিভ্রান্ত  লোকদেখান মানসিকতা।
এখান আমি  উচ্ছিস্ট আমি  এ‍্সাসিনেটেড হই  ঐ মেকি ভবঘুরে বিষন্নতায়।