আপনি কি ধূমপান করেন?
ডাক্তারের প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে পরেন?
তবুও কেন ঠোঁটের ফাঁকে সিগারেট ধরেন?
সিগারেটের প্যাকেট জুড়ে শুধু ক্যান্সারের চিত্র,
তবু্ও কেন জীবন শত্রু মৃত্যু মিত্র?
আপনি হয়তো বলবেন,"যখন ক্লাস নাইনে পড়ি,
পাটকাঠি ধরিয়ে দিয়েছিলাম প্রথম হাতে খড়ি।
যখন ক্লাস টুয়েলভে পেয়েছিলাম পকেট মানি,
প্রাপ্তবয়স্ক হওয়ার আনন্দে সিগারেট টানি।
কলেজে কে কি বলবে করতামনা কেয়ার,
তাই বন্ধুদের সাথে করেছি সিগারেট শেয়ার।
আজ ব্যস্ত কর্মজীবনে সারাদিন বেগার খেটে,
লাইটার নিয়ে ছুটে যাই অফিসের টয়লেটে।
যখন দয়ামায়াহীন দুনিয়া থাকে মুখ ফিরিয়ে,
সাদা সিগারেটটা দেয় বন্ধুত্বের হাত বাড়িয়ে।
যখন নিকোটিনের প্রোটিন দিয়ে ফুসফুসটা ভরাই,
হারানো প্রিয়তমাকে যেন খুব কাছে পাই।
যখন নেশার আবেশে আসে শুকনো কাশি,
চিৎকার করে বলি আমি তোমায় ভালোবাসি।
যখন ভেতরটা খালি করে ধোঁয়া ছাড়ি,
যেন হাল্কা হয়ে মহাকাশে দিই পাড়ি।
যখন জ্বলতে জ্বলতে সিগারেটটা ফুরিয়ে যায়,
যেন পৌছে যাই সুখের শেষ সীমানায়।
যখন পা দিয়ে সিগারেটের আগুনটা নেভাই,
যেন মনের জমা দুঃখগুলো পুড়ে হয় ছাই"।