যখন বাতাসে জানালার কাঁচ করে খটখট,
তখন হুতাশে আমার বুকটা করে ছটফট।
দিনের বেলা অনুভব করি গ্রীষ্মের উষ্মা,
রাতের বেলা হারাই তারামণ্ডলের সুষমা।  
এর চেয়ে ভালো যদি হতাম আমি বটকল,
মনের সুখে খেতাম বটগাছের পাকা ফল।
যদি হতাম সুতো কাটা ঘুড়ির মত ভোকাট্টা,  
দিগন্তের শেষ সীমা ছাড়িয়ে হতাম বেপাত্তা।    
লুকিয়ে ছদ্মবেশ ধরে পরিধান করে চীবর,
ডিঙি নৌকা চড়ে মাছ ধরতাম হয়ে ধীবর।  
দূরে কোন দারুচিনি দ্বীপের ঘন ঝাউ বনে,  
ঘাসের উপর বাঁশী বাজাতাম আপনমনে।      
বাড়িতে ছুটি কাটাচ্ছি ভাবতে লাগছে বেশ,  
এই অফুরন্ত সময় কিছুতেই হচ্ছেনা শেষ।    
স্বপ্নের বিভীষিকায় যখন তখন হয় নিদ্রাভঙ্গ,  
অদৃশ্য শত্রুর জন্য আমি এক গৃহবন্দী বিহঙ্গ।    
দাঁড়কাকের কা কা শব্দ শুনলে গুনছি প্রমাদ,  
কার কানে পৌঁছুবে এই অবরুদ্ধের আর্তনাদ?