প্রকৃতি কুয়াশার চাদরে নিজেকে ঢাকছে,
ভোরের সূর্যের আলো গায়ে মাখছে।
প্রাত:ভ্রমণকারীরা সবাই মনের আনন্দে হাঁটছে,
গাছিরা ইচ্ছামতো খেজুর গাছ কাটছে।
ধানক্ষেতে হেমন্তের আমন ধান হাসছে,
কপোত কপোতী একে অপরকে ভালোবাসছে।
কৃষক ফসলের আশায় বুক বাঁধছে,
পল্লী বধূ পালং শাক রাঁধছে।
আমলকী,তেঁতুল আর জলপাই ডাকছে;
কাঁচা কমলা ধীরে ধীরে পাকছে।
ব্যাঙ আসন্ন শীতঘুমের প্রস্তুতি সারছে,
আখচাষীরা গুড় জ্বাল দিয়ে নাড়ছে।
সকালবেলা স্নান করতে ঠান্ডা লাগছে,
হাঁসের মাংস খাওয়ার সাধ জাগছে।
মধুর সুরে বিবাহের সানাই বাজছে,
মিলনের স্বপ্ন দেখে কনে সাজছে।
ধুনকর নতুন লেপের তুলো ধুনছে,
মা সন্তানের জন্য উল বুনছে।
পরিযায়ী পাখিরা জলাশয়ের জলে ভাসছে,
খুশির খবর অবশেষে শীত আসছে।