আমি এক নাম গোত্রহীন মৃত নদী,
কোন হিমবাহ থেকে সৃষ্টি হতাম যদি।
আমার জলে কেউ করে না পুণ্যস্নান,
তাই আমার তীরে গড়ে উঠেনি তীর্থস্থান।
আমি হারিয়ে ফেলেছি আমার উৎপত্তির উৎস,
আমার স্রোতে পাওয়া যায় না মৎস্য।
সারা জীবন বয়ে বিরহের পলিমাটির ভার,
আমি কিছুতেই চলতে পারছি না আর।
দিনে দু'বার যখন আসে আমার জোয়ার,
দুই কুল ভাসিয়ে নিজেকে করি উজাড়।
একই নিয়মে যখন পড়ে ভাঁটার টান,
আমার বুকের ভিতরটা করে উঠে আনচান।
আমার মাঝে যখন মাঝি নৌকা বায়,
তার গান শুনে আমার কান্না পায়।
যখন সাগরে গিয়ে অবশেষে হই পতিত,
প্রিয়তমা মোহনার সঙ্গে আমি হই মিলিত।
সে কোনদিন বুঝতে চায়নি আমার মন,
যার জন্য গড়ে তুলেছি আমি সুন্দরবন।
কোন জরিপকারী করতে পারবে না জরিপ,
কুল কিনারাহীন আমার এই বিরহের ব-দ্বীপ।