ছেলের প্রশ্ন,"শীতের পরে বৃষ্টি কেন?"
কি উত্তর দেব পাই না যেন।
গাছের ডালে বসে যখন ডাকছিল কোকিল,
তখন উপর দিয়ে উড়ে গেলো চিল।
প্রকৃতির গায়ে যখন লেগেছিল ফাগুনের বাহার,
তখন হঠাৎ হয়ে উঠলো চারিদিক অন্ধকার।
আকাশে দেখা দিল কালো মেঘের ঘনঘটা,
তারপর নেমে এলো মুষলধারে বৃষ্টির ফোঁটা।
চারিদিকে যখন বিরাজমান একটা রোমান্টিক ছাপ,
তখন সবকিছু হয়ে গেল ধুয়ে সাফ।
ফুলে আর পাতায় সেজে ওঠা প্রকৃতি,
যেন পেল লগ্নভ্রষ্টা কনের অভিশপ্ত স্বীকৃতি।
জলের ঝাপটায় ঝরে পড়েছে সজনে ফুল,
ভয়ে থরথর করে কাঁপছে আমের মুকুল।
ঋতুর ধারাবাহিকতা ভঙ্গ করে অনুপ্রবেশকারিনী বৃষ্টি,
বসন্তকালে রচনা করলো অকাল বর্ষার অনাসৃষ্টি।
নিম্নচাপের কাঁচি দিয়ে কেটে আবহাওয়ার কাঁটাতার,
সে অনুপ্রবেশ করে বিনা অনুমতিতে বারবার।
সে যখন ভুলে গেছে তার এক্তিয়ার,
তাকে যে অবিলম্বে করতে হবে গ্রেপ্তার।