শ্রাবণ গিয়ে তাল পাকিয়ে এলো ভাদ্র,
বর্ষা বিদায় নিলেও আবহাওয়া এখনও আর্দ্র।
নদীর ধারে ছড়িয়ে পড়েছে কাশফুলের শুভ্রতা,
হৃদয় জুড়ে বিরাজ করছে একরাশ মুগ্ধতা।
অবশেষে এলো বহু প্রতীক্ষিত সেই দিন,
সাদামাটা জীবনটা হঠাৎ হয়ে উঠলো রঙিন।
দিনগুলি যেন একটু ছোট হয়ে আসছে,
পুকুরে শাপলা ফুল খিলখিল করে হাসছে।
আকাশের ক্যানভাসে লেগেছে শরতের তুলির ছোঁয়া,
কুমোর পাড়া থেকে বেরোচ্ছে সাদা ধোঁয়া।
মনের আনন্দে ঢাক মেরামত করছে ঢাকি,
দুর্গাপূজার যে হাতে গোনা কয়েকদিন বাকি।
পুরানো যতো জামাকাপড় সব পরে ফেলেছি,
অচিরেই যে আবার নতুন পেতে চলেছি।
গ্রাম্য রমণীর মধুর সুরে উচ্চারিত পদ্মপুরাণ,
সাড়ম্বরে আয়োজিত মা মনসা পূজার অনুষ্ঠান।
প্রকৃতির জগতে আজ সাজো সাজো রব,
দোরগোড়ায় যে কড়া নাড়ছে গণেশ উৎসব।
প্রতি ক্লাবে ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে খুঁটিপূজা,
কৈলাস থেকে রওনা দিচ্ছেন দেবী দশভূজা।