মনের জানালার কপাট বন্ধ করে
যখন অতীতকে বিদায় দিতে চাই,
তখন স্মৃতির ভেন্টিলেটর দিয়ে
বিরহেরা সামনে এসে দাঁড়ায়।
বিয়ারের কাচের গ্লাসে চুমুক দিয়ে
যখন নেশায় বুঁদ হয়ে থাকতে চাই,
তখন তিতকুটে স্বাদের ফেনা হয়ে
বিরহেরা সামনে এসে দাঁড়ায়।
অফিসে হাতের কাজগুলি গুটিয়ে
যখন এক মূহুর্ত বিশ্রাম নিতে যাই,
তখন গুরুত্বপূর্ণ ফাইলের রূপ নিয়ে
বিরহেরা সামনে এসে দাঁড়ায়।
হাতে ঝা-চকচকে নতুন কলম নিয়ে
যখন ভালোবাসার কবিতা লিখতে চাই,
তখন পুরানো পঙক্তিমালা হয়ে
বিরহেরা সামনে এসে দাঁড়ায়।
ফেইসবুকের ফ্রেন্ড সাজেশনস দেখে
যখন কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই,
তখন তার প্রোফাইল লক করা দেখে
বিরহেরা সামনে এসে দাঁড়ায়।
পরকীয়া প্রেমের পুলকিত পরশে
যখন দাম্পত্য একঘেয়েমি ভুলতে চাই,
তখন নৈতিকতার দোহাই দিয়ে
বিরহেরা সামনে এসে দাঁড়ায়।
ঠিক এভাবেই হন্যে হয়ে খুঁজতে গিয়ে
বিরহ দূর করবার সহজ উপায়,
বিরহেরা উল্টো সামনে এসে দাঁড়ায়।