বৃষ্টি এসেছে বলে,
সকাল থেকে আকাশের রঙ শ্যামলা;
টিনের চালের নিচে বসিয়েছি গামলা।
বৃষ্টি এসেছে বলে,
পাখিরা ডানা মেলে করছে স্নান;
মৃতপ্রায় পুকুর ফিরে পেয়েছে প্রাণ।
বৃষ্টি এসেছে বলে,
তোমার আলতা পায়ে বাজছে নূপুর;
মিলনের সুরে মেতে উঠেছে দুপুর।
বৃষ্টি এসেছে বলে,
আজ নিজেকে আর লাগছেনা নিঃসঙ্গ;
দু'জনের সম্পর্ক হয়ে উঠেছে অন্তরঙ্গ।
বৃষ্টি এসেছে বলে,
বাতাসে তোমার খোলা চুল আলুলায়িত;
তোমায় নিয়ে বিছানায় হয়েছি শায়িত।
বৃষ্টি এসেছে বলে,
লাগাতে ভুলে গেছি জানালার কপাট;
জলের ছিটায় ভিজে গিয়েছে খাট।
বৃষ্টি এসেছে বলে,
দেহ-মনে বিরাজ করছে অপূর্ব প্রশান্তি;
ভুলিয়ে দিয়েছে সুদীর্ঘ সহবাসের ক্লান্তি।
বৃষ্টি এসেছে বলে,
উভয়ে হারিয়ে গেছি ঘুমের ঘোরে;
একে অপরকে জড়িয়ে ধরে বাহুডোরে।