জগতের একমাত্র নির্ভেজাল আর নিখাদ
ব্যক্তিত্ব হচ্ছে পূর্ণিমার উজ্জ্বল চাঁদ।
সে পৃথিবীর উপগ্রহ হওয়ার সুবাদে,
তার চারিদিকে পরিক্রমা করে অবাধে।
রুপালি আলোয় আলোকিত নিশুতি রাতে,
সে পরকীয়া করে তারাদের সাথে।
যখন এসে উপস্থিত হয় অমাবস্যা,
সে অন্ধকারে পালন করে ফুলশয্যা।
সে লঙ্ঘন করে তার সীমা,
আকাশের সঙ্গে উদযাপন করে মধুচন্দ্রিমা।
চারিদিকে ছড়ানো তার মায়াবী জোছনা,
করে এক নৈসর্গিক পরিবেশ রচনা।
তার স্নিগ্ধ আর কোমল কিরণ,
উষ্ণ দেহমনে জাগায় শীতলতার শিহরণ।
তার অপর নাম হচ্ছে শশী,
সে কাউকে রাখে না উপোসি।
তার আভায় উদ্ভাসিত তেপান্তরের মাঠ,
দেখলে মনে হয় চাঁদের হাট।
মানবশিশু যখন মাটিতে দেয় হামা,
তাকে ভালোবেসে ডাকে চাঁদ মামা।
তার রহস্য করতে গিয়ে সমাধান,
মানুষ মহাকাশযানে চড়ে করে চন্দ্রাভিযান।