যদিদং হৃদয়ং তব,তদিদং হৃদয়ং মম;
তুমি আমার চক্ষুশূল,আমি তোমার যন্ত্রণাসম।
লোকে ধুমধাম করে কেন করে বিবাহ,
যখন একদিন কেটে যায় সব মোহ।
একাকীত্ব দূর করতে সবাই বিবাহ করে,
অবশেষে বিবাহের বালিশ ধরে ঘুমিয়ে পড়ে।
বিবাহের অ্যালবামে যখন স্বামী-স্ত্রীর ছবি দেখি,
মনে হয় তারা পৃথিবীর সবচেয়ে সুখী।
বৌভাতের পরে উভয়ে বেড়াতে গিয়ে হানিমুন,
প্রথম আবিষ্কার করে নিজেদের দু'জনের দোষগুণ।
বিবাহ কি সত্যিই সাত জনমের সংসার?
নাকি একে অপরের উপর আধিপত্য বিস্তার।
বছর পেরিয়ে যখন প্রথম সন্তান জন্মায়,
ধীরে ধীরে তাদের দূরত্ব বেড়ে যায়।
তারপরে যদি সৌভাগ্যক্রমে আসে দ্বিতীয় সন্তান,
দু'জনের দুটি আলাদা বিছানায় হয় স্থান।
সারাদিন যার যার কাজ করে ক্লান্ত,
একে অপরের দিকে তাকিয়েই থাকে ক্ষান্ত।
বুক ফাটে কিন্তু মুখ ফোটে না,
রাস্তায় বের হলে দু'জনে একসাথে হাঁটেনা।
একে অপরকে আর দিতে পারেনা সময়,
মাঝে মাঝে নিজেদের অচেনা মনে হয়।
বিবাহের শংসাপত্রেই দু'জনের সম্পর্ক সীমাবদ্ধ থাকে,
একদিন উভয়ে তলিয়ে যায় চোরাবালির পাঁকে।
চোখেমুখে সেদিন ফুটে ওঠে বার্ধক্যের ছাপ,
এভাবেই হয় দু'জন মৃত ব্যক্তির সংলাপ।