একজন পিতা সন্তানের জন্য কি করে?
সন্তান জন্মালে হাসপাতাল বাড়ি ছোটাছুটি করে,
বাজনা বাজিয়ে তাকে বাড়িতে বরণ করে,
তার দায়িত্ব তুলে নেয় কাঁধের উপরে,
এলাহি আয়োজন করে তার অন্নপ্রাশন করে,
তার চাহিদা পূরণের জন্য উপার্জন করে,
তার জন্য নিজের যৌবন বিসর্জন করে,
তাকে ঘুমে রেখে ঘুমেই ঘরে ফিরে,
নিজে ভিজে তার মাথায় ছাতা ধরে,
তাকে কোলে পিঠে করে মানুষ করে,
তাকে সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করে,
স্কুল ভ্যানে বসিয়ে নিজে বাসে চড়ে,
তাকে সব অভাব থেকে রাখে দূরে,
সন্ধ্যাবেলায় তার দুধের গ্লাসের ব্যবস্থা করে,
ধুমধাম করে তার জন্মদিন পালন করে,
তার ভবিষ্যতের জন্য জীবন বীমা করে,
তার উচ্চশিক্ষা লাভের জন্য ঋণ করে,
তার গৃহশিক্ষকের বাড়ির বাইরে অপেক্ষা করে,
ঈশ্বরের কাছে তার সাফল্য কামনা করে,
তার জন্য সারা দুনিয়ার সঙ্গে লড়ে,
স্ত্রীর অত্যাচার মুখ বুঁজে সহ্য করে,
সম্পর্ক রক্ষা করার মরিয়া চেষ্টা করে,
বিবাহবিচ্ছেদ হলে তার অধিকার ত্যাগ করে,
তার মার ভরণপোষণের ভার বহন করে,
তাকে দেখার জন্য আদালতে অপেক্ষা করে,
বাকি জীবন কাটায় তাকে স্মরণ করে।