যে চুলে তুমি তেল মালিশ করো,
আর নিজেকে কেশবতী কন্যারূপে তুলে ধরো;
সেই চুল নিয়ে খেলতে দেবে কি?
যে সিঁথি তুমি করে রেখেছো শূন্য,
তোমার ঐ কুমারীত্ব আজও আছে অক্ষুণ্ণ;
সেই সিঁথি সিঁদুরে রাঙাতে দেবে কি?
যে ভ্রু তুমি সবসময় প্লাক করো,
কোন সময় হতে দাও না বড়ো;
সেই ভ্রু আমাকে দেখে কুচকাবে কি?
যে চোখে তুমি রঙিন স্বপ্ন দেখো,
মাসকারার কালি দিয়ে ভালো করে লেপো;
সেই চোখে আমার দিকে তাকাবে কি?
যে নাক দিয়ে তুমি নিঃশ্বাস ছাড়ো,
তাতে নোলক পরে সবার নজর কাড়ো;
সেই নাক আমার নাকে ঘষবে কি?
যে গালে তুমি মেকআপের ফাউন্ডেশন মাখো,
পার্টিতে সব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকো;
সেই গালে আদর করতে দেবে কি?
যে ঠোঁটে তুমি লাল লিপস্টিক লাগাও,
মনে সুপ্ত কামনা আর বাসনা জাগাও;
সেই ঠোঁটে চুমু খেতে দেবে কি?
যে মুখে তুমি এতো কথা বলো,
মায়াবী হাসি হেসে বুকে ঝড় তোলো;
সেই মুখে আমায় ভালোবাসো বলবে কি?
যে গলায় তুমি সোনার হার পরো,
প্রতিদিন বীণা বাজিয়ে গানের রেওয়াজ করো;
সেই গলায় আমার মালা পরবে কি?
যে বুক ফুলিয়ে তুমি নারী সাজো,
তা সাবধানে ঢেকে রেখেছো যে আজও;
সেই বুকে আমাকে জায়গা দেবে কি?
যে পেট তুমি সযত্নে বানিয়েছো স্থূল,
চর্বি জমে জমে হয়ে গেছে মেদবহুল;
সেই পেটে আমার সন্তান নেবে কি?
যে যোনি তুমি করে রেখেছো পিচ্ছিল,
কিন্তু কাউকে ভাঙতে দাওনি তার সিল;
সেই যোনিতে আমাকে প্রবেশাধিকার দেবে কি?
যে নিতম্ব তুমি চলতে ফিরতে দোলাও,
যৌবনের দ্বম্ভে তাকে যখন তখন ফোলাও;
সেই নিতম্বকে বালিশ বানাতে দেবে কি?
যে পা তুমি আলতা দিয়ে আঁকো,
সারা ঘরে তার ছাপ ফেলে রাখো;
সেই পা কাঁধে তুলতে দেবে কি?