হে অশীতিপর বৃক্ষ গুলমোহর,
তুমি ঠাঁয় দাঁড়িয়ে থাকো অষ্টপ্রহর।  


তোমার ঐ চোখ জুড়ানো রক্তিম আভা,
যেন আগ্নেয়গিরি হতে নির্গত লেলিহান লাভা।


তুমি আগুন লাগাও দ্বিপ্রহরের উত্তপ্ত গগনে,
আবার বিবাহের কুঞ্জ সাজাও গোধূলি লগনে।

অগণিত সভ্যতার অভ্যুত্থান আর অস্তাচলে,    
তুমি স্মৃতির গুপ্তধন জমাও নিজ শিকড়ের তলে।    


তোমার বুকে ধারণ কর ইতিহাসের অমর কথা,  
আবার বিদীর্ণ ছালে লুকিয়ে রাখো স্বজনহারা ব্যথা।      


বসন্তের নির্যাসে নিষিক্ত এলোমেলো বাতাসে,
তোমার ফুল ঝড়ে পড়ে নীচের সবুজ ঘাসে।  


কূজন মুখরিত প্রাতঃমুরলির তালে তালে,  
বিহঙ্গকূল ভিড় জমায় তোমার প্রশস্ত ডালে।  


তোমার পানে তাকালে আসে যে আসক্তি,  
মনের মণিকোঠায় জাগ্রত করে শ্রদ্ধা-ভক্তি।