"যতবার ডার্বি ততবার হারবি,
যতবার ডার্বি ততবার হারবি"।
এখন থেকে যতবার ডার্বি,
তোরা কেঁদে মাঠ ছাড়বি।
আটটি ডার্বি হারার ক্ষত,
এখন পর্যন্ত শুকায়নি ভালোমতো।
গত সাড়ে চার বছর,
জেগে কাটিয়েছি রাতের প্রহর।
আমরা পূর্ববঙ্গের ভিটেমাটি হারা,
জীবনভর শুনেছি তোদের মশকরা।
তোদের সত্তর কোটির অহংকার,
গত ম্যাচে করেছি চুরমার।
তোদের দলে আছে বিশ্বকাপার,
মোদের দলে আছে নন্দকুমার।
ভুলে সব পরাজয়ের জ্বালা,
এবার বদলা নেওয়ার পালা।
আসল নেবো নেবো সুদ,
আমরা নতুন লাল হলুদ।
টগবগ করে ফুটছে রক্ত,
আমরা যে ইস্টবেঙ্গলের ভক্ত।
আমরা ইলিশ আমরা বাঙাল,
পারলে তোদের চিংড়িকে সামাল।
আমাদের হাতে প্রতিশোধের মশাল,
জ্বালিয়ে দেবো নৌকার পাল।
আমরা খোঁচা খাওয়া বাঘ,
বাঁচতে চাইলে তাড়াতাড়ি ভাগ।
আমরা জয়ের গন্ধে মাতোয়ারা,
ছুটছে আমাদের অশ্বমেধের ঘোড়া।
বুকে বেজে উঠেছে বিউগল,
জয় ইস্টবেঙ্গল জয় ইস্টবেঙ্গল।