বর্ষা ঋতু আসার সময় ঘনিয়ে এসেছিলো,
কিন্তু মৌসুমী বায়ু ডানা মেলে উড়লোনা;      
তাই হয়তো জীবনে আর প্রেম এলোনা।  
মনের রঙীন ঘুড়ি ভোকাট্টা হয়ে গিয়েছিলো,  
কিন্তু তার সন্ধান কিছুতেই পাওয়া গেলোনা;  
তাই হয়তো জীবনে আর প্রেম এলোনা।  
খাঁচা ছেড়ে বাঁচার তাগিদ দেখা দিয়েছিলো,  
কিন্তু করোনার আতঙ্ক সেটা হতে দিলোনা;  
তাই হয়তো জীবনে আর প্রেম এলোনা।
গত মে মাসে কবিতা লেখার কথা ছিলো,
কিন্তু অনুভূতির অভাবে তা লেখাই হলোনা;  
তাই হয়তো জীবনে আর প্রেম এলোনা।
বহুবার তার চোখে আমার চোখ পড়েছিলো,
কিন্তু একবারও মুখে বলার সাহস হলোনা;
তাই হয়তো জীবনে আর প্রেম এলোনা।  
নিশুতি রাত আমার সাক্ষাৎকার নিয়েছিলো,      
কিন্তু তাঁরাদের সংখ্যা গণনা করা গেলোনা;
তাই হয়তো জীবনে আর প্রেম এলোনা।  
যৌবন নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিলো,  
কিন্তু শুভদৃষ্টির আলোয় মনের বাতি জ্বললোনা;
তাই হয়তো জীবনে আর প্রেম এলোনা।  
মালাবদলের পরে কত পালাবদল ঘটেছিলো,
কিন্তু কখনও স্বামীর স্বীকৃতিটুকুই মিললোনা;
তাই হয়তো জীবনে আর প্রেম এলোনা।  
কর্তৃত্বহীন দাম্পত্য সন্তান সুখ এনে দিয়েছিলো,    
কিন্তু পিতৃত্বের অধিকার হারানোর ভয় গেলোনা;  
তাই হয়তো জীবনে আর প্রেম এলোনা।  
পরকীয়ার পুকুরে সাঁতরানোর সাধ জন্মেছিলো,
কিন্তু রক্ষণশীলতার বন্ধন কিছুতেই ছিঁড়লোনা;
তাই হয়তো জীবনে আর প্রেম এলোনা।