যৌনতা কখনো ঘৃণার বিষয় নয়,
সুপ্তিস্খলন আর মাসিক সবারই হয়।
যৌনতা যৌবনকে এনে দেয় পূর্ণতা,
দূর করে একঘেয়ে জীবনের শূন্যতা।
যৌনতা জীবের বাসনার স্বতঃস্ফূর্ত বিচ্ছুরণ,
কৈশোর অবস্থা থেকে যৌবনে উত্তরণ।
যৌনতা হলো একটি শারীরবৃত্তীয় অনুভূতি,
যাকে প্রকাশ করার নেই অনুমতি।
যৌবনকে যারা মনে প্রাণে চায়,
যৌনতাকে তারা কেন এড়িয়ে যায়?
যৌনতা যদি হয় এতই নিকৃষ্ট,
নর কেন নারীর প্রতি আকৃষ্ট?
জয় করতে গিয়ে কপোতির চিত্ত,
কপোত কেন করে এতো নৃত্য?
যৌনতাকে যদি করা হয় নিষিদ্ধ,
বংশবৃদ্ধির প্রক্রিয়া হয়ে যাবে স্তব্ধ।
যৌনতা যখন হয়ে ওঠে অনাচার,
সমাজে তখন বেড়ে যায় ব্যভিচার।
পূরণ করতে গিয়ে যৌন ইচ্ছা,
দিন দিন বেড়ে যাচ্ছে কেচ্ছা।
যৌনতাকে অনুশাসনে রাখলে সে সুন্দর,
আর হাল ছেড়ে দিলে ভয়ংকর।
যুবসমাজকে দিতে হলে প্রকৃত সংস্কার,
করতে হবে যৌন শিক্ষার প্রসার।
চারিদিকে ছড়িয়ে পড়ুক এই বার্তা,
চাই সুস্থ যৌবন,সুস্থ যৌনতা।