সারাবছর তোমাদের বাগান ভর্তি অন্য ফুলে,
আমি শুধুমাত্র শরতেই ফুটি নদীর কূলে।
ভুবন মাঝি যখন গায় ভাটিয়ালি গান,
আমার বিরহ কাতর বুকটা করে আনচান।
আমার সাদা পাপড়ি ফিকে আর জৌলুসহীন,
তাই প্রজাপতিও আমার প্রতি থাকে উদাসীন।
সবার অভিযোগ আমার নেই কোন গন্ধ,
আমি না ফুটলে ম্লান পুজোর আনন্দ।
আমি শারদীয়ার দূত হয়েও এতই ভাগ্যহীনা,
অন্য ফুলের মতো পুজোর কাজে লাগিনা।
আমি ব্রাত্য ফুলের তোড়ায় আর খোঁপায়,
জঙ্গল পরিষ্কারের নামে সবাই আমায় কোপায়।
কবি আর সাহিত্যিকের রচনায় আমি বর্ণিত,
কিন্তু বাস্তব জীবনে আমি সবার উপেক্ষিত।
সবাই আমার সঙ্গে তুলে মুঠোফোনে নিজস্বী,
তারপর চলে যায় রেখে আমায় উপোষী।  
এর থেকে আমি অঙ্কুরেই হতাম বিনষ্ট,
কেউ কোনদিন জানতে পারতোনা আমার কষ্ট।