যে ছিল আমার একান্তই আপন,
যার কাছে করিনি কিছুই গোপন;
যার কথা দিনরাত করেছি স্মরণ;
যে সৃষ্টি করেছিল জীবনে আলোড়ন;
যাকে দেখলে হত রস নিঃসরণ;
যাকে আমি একদিন দিয়েছিলাম মন;
যাকে দেখে কাটিয়ে দিয়েছিলাম যৌবন;
আজ সে যে আমার প্রাক্তন।
হঠাৎ সে হয়ে গেল মিথ্যুক,
পরিচিত থেকে হয়ে উঠলো আগন্তুক।
যার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত,
চোখের সামনে ভেসে ওঠে অবিরত।
যার সঙ্গে বাঁচতে ছিলাম বদ্ধপরিকর,
আজ সে হয়ে গেছে পর।
আমি কারোর,তার আছে কেউ;
তবু দু'জনের হৃদয়ে একই ঢেউ।
একে অপরের বিরুদ্ধে অভিমান জমা,
কেউ কাউকে করতে পারিনি ক্ষমা।
তার সঙ্গে করতে চাইলে দেখা,
অতিক্রম করতে হবে নিজের লক্ষ্মণরেখা।
যাকে ভালোবেসে আমি করছি নিশিযাপন,
আসলে সে নকল প্রেমের বিজ্ঞাপন।
অতীতকে কি কখনো ভোলা যায়?
সে ছায়াসঙ্গী হয়ে পেছনে দাঁড়ায়।
যখন সহ্য হয়না বর্তমানের নির্যাতন,
জানতে চাই কেমন আছো প্রাক্তন?