সারা যৌবন ধরে করে রক্ষণশীলতা অনুশীলন,
স্বপ্ন দেখতাম কবে হবে মধুর মিলন।
মনের কোণে ছিল শুধু একটাই প্রত্যাশা,
কবে পাবো প্রিয়তমার সেই কাঙ্খিত ভালোবাসা।
বিবাহের পরে আমূল বদলে গেছে ছবি,
আমি হঠাৎ করে হয়ে গেলাম কবি।
দাম্পত্যের দাবানলে যখন আমি পুড়ে ছাই,
তখন পোড়া জায়গায় কবিতার মলম লাগাই।
সংসারে যখন আমি হয়ে যাই অসহায়,
তখন কবিতা আমার পাশে এসে দাঁড়ায়।
জীবনে যখন আমি হয়ে যাই হতাশ,
তখন কবিতা বয়ে আনে অনুপ্রেরণার বাতাস।
একঘেয়ে একাকীত্বে যখন কিছুতেই কাটেনা অবসর,
তখন কবিতা হয়ে ওঠে আমার দোসর।
সে কানে কানে বলে,"কি করছো?
এবার বলো আমাকে আবার কবে লিখছো"?
কবিতা আমার সখী,কবিতা আমার সজনী;
কবিতা আমার শরতের শিউলি সুবাসিত রজনী।
কবিতায় গান গাই আর কবিতায় নাচি,
তাই আজও আমি কবিতার জন্য বাঁচি।