প্রতিবার যখন আমি লিখি কোন কবিতা,
অনুভব করি যেন হয়ে গেছি মাতা।
ভাবের সঙ্গে ভাষার হলে মধুর মিলন,
নিজের অজান্তেই হয়ে যায় কাব্যরস স্খলন।
শব্দ আর ছন্দের যখন হয় নিষিক্তকরণ,
সফলভাবে সম্পন্ন হয় তখন কবিতার প্রজনন।
খাতা-কলম ফেলে যদি চলে যাই অগত্যা,
আমার হাতে হয়ে যাবে ভ্রুণ হত্যা।
কাব্য-চিন্তায় মস্তিষ্ক যখন হয়ে উঠে গর্ভবতী,
বিচার করতে ভুলে যাই আমি লাভ-ক্ষতি।
যখন উঠে আমার কবিতা রচনার বেদনা,
হারিয়ে যায় যতো আছে জাগতিক চেতনা।
যখন করি আমি কবিতার সন্তান প্রসব,
হৃদয় জুড়ে পালিত হয় সৃষ্টি-সুখের উৎসব।
মনের আঙিনায় করে শতকোটি প্রদীপ প্রজ্জ্বলন,
নিজের মতো করে করি কবিতার নামকরণ।