নবমীর নিশি গো,ওগো নবমীর নিশি;
তুমি তাড়াহুড়ো করো না এতো বেশী।
তিন দিনের জন্য এসেছিলো যে নাইওর,
চারদিনের দিনই সে হয়ে গেলো পর।
নবমীর নিশি গো,ওগো নবমীর নিশি;
তুমি তাড়াহুড়ো করো না এতো বেশী।
সবাই মিলে নিরামিষ খেলাম এতোদিন ধরে,
মেয়েটা কাল চলে যাবে আমাদের ছেড়ে।
নবমীর নিশি গো,ওগো নবমীর নিশি;
তুমি তাড়াহুড়ো করো না এতো বেশী।
তার উপর এবার আমি করেছিলাম অভিমান,
তাই আমার দুই চোখ জলে ভাসমান।
নবমীর নিশি গো,ওগো নবমীর নিশি;
তুমি তাড়াহুড়ো করো না এতো বেশী।
এক বছর দেখবো না তার মুখ,
একথা ভাবলেই ফেটে যায় আমার বুক।
নবমীর নিশি গো,ওগো নবমীর নিশি;
তুমি তাড়াহুড়ো করো না এতো বেশী।
কাল যখন দশমীর ভোরের আলো ফুটবে,
সে আমাকে বিদায় জানিয়ে শ্বশুরবাড়ি ছুটবে।
নবমীর নিশি গো,ওগো নবমীর নিশি;
তুমি তাড়াহুড়ো করো না এতো বেশী।
সবাই ধুমধাম করে পালন করবে বিজয়া,
আমি যে মেয়েকে হারিয়ে হবো অপয়া।
নবমীর নিশি গো,ওগো নবমীর নিশি;
তুমি তাড়াহুড়ো করো না এতো বেশী।
এই বৃদ্ধ বাবাকে মাফ করে দিস,
আসছে বছর মা তুই আবার আসিস।