যদি বাবার সাইকেলে চড়ে স্কুলেই যাওনি,
তাহলে কি চড়েছো?
যদি এক টাকার পার্লে পপ্পিন্সই খাওনি,
তাহলে কি খেয়েছো?
যদি রাবার ডিউস বল দিয়েই খেলোনি,
তাহলে কি খেলেছো?
যদি টিফিনের টাকা বইয়ের ভিতরেই জমাওনি,
তাহলে কি জমিয়েছো?
যদি খাতার কাগজ ছিড়ে এরোপ্লেনই বানাওনি,
তাহলে কি বানিয়েছো?
যদি বৃষ্টিতে ভিজে স্কুলে ছুটিই পাওনি,
তাহলে কি পেয়েছো?
যদি নন্টে ফন্টে, টিনটিনের কমিক্সই পড়োনি,
তাহলে কি পড়েছো?
যদি বন্ধুর স্কুল শার্টে ৪২০ই লিখোনি,
তাহলে কি লিখেছো?
যদি স্টেপ কাট দিয়ে চুলই কাটোনি,
তাহলে কি কেটেছো?
যদি পাটের সোলাকে সিগারেট বানিয়েই টানোনি,
তাহলে কি টেনেছো?
যদি উচ্চমাধ্যমিক পরীক্ষা দুই বেলায়ই দাওনি,
তাহলে কি দিয়েছো?
যদি সাজন, ফুল অউর কাটেই দেখোনি,
তাহলে কি দেখেছো?
যদি নায়িকার ছবি কেটে দেওয়ালেই লাগাওনি,
তাহলে কি লাগিয়েছো?
যদি ব্যালকনিতে বসে মাউথ অরগ্যানই বাজাওনি,
তাহলে কি বাজিয়েছো?
যদি নাইট কলেজের লাইটে ক্লাসই করোনি,
তাহলে কি করেছো?
যদি প্রেমিকাকে প্রেমের চিরকুট ঢিলই মারোনি,
তাহলে কি মেরেছো?
যদি ল্যান্ডফোনের ক্রিং ক্রিং শব্দই শোনোনি,
তাহলে কি শুনেছো?
যদি রিলের ক্যামেরা দিয়ে ছবিই তোলোনি,
তাহলে কি তুলেছো?
মনে পড়ে নব্বই দশকের সেই দিনগুলি,
শত ভুলতে চেষ্টা করলেও কিভাবে ভুলি?