নীল রঙ আমার ভীষণ প্রিয়,
আমার সবই নীল সঙ্গে আমিও।
জগতের যত কিছু আছে নীল,
সবকিছুতেই আমি খুঁজে পাই মিল।
নীল আকাশের দিকে যখন তাকাই,
এক অদ্ভুত প্রশান্তির সন্ধান পাই।
নীল আমার মন,নীলাভ হৃদয়;
যন্ত্রণায় আমার ঠোঁটও নীল হয়।
প্রিয়তমা নীলিমার চোখ দুটি নীল,
যেন কৈলাস মানসরোবরের স্বচ্ছ ঝিল।
আমার কলমের কালির রঙ নীল,
তাই চেষ্টা করি হতে সাবলীল।
আমার মোটরসাইকেলের রঙও যে নীল,
যাতে চড়ে আমি পৌঁছাই মঞ্জিল।
নীল যে নীলনদের দেশ মিশর,
কত রহস্য লুকিয়েছে পিরামিডের ভিতর।
নীল রঙের প্রতি পৃথিবীরও মোহ,
তাইতো তাকে বলে নীল গ্রহ।
বাংলার কৃষকদের কত পড়েছে লাশ,
করতে না চাওয়ায় নীল চাষ।
কাটাতে শনির দশার লীলা,
আঙ্গুলে ধারণ করেছি নীলা।
নীল যে স্বয়ং নীলকন্ঠ মহাদেব,
যাকে ঘিরে আমার সব আবেগ।